স্টাফ রিপোর্টার পঞ্চগড়।। বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নে ২ হাজার চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। এর পাশাপাশি ২০ কেজি মাছের পোনা (মৎস্য) অবমুক্ত করা হয়।
ঝলইশালশিরী ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। আর সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালন করছে বিএনপি।
প্রধান অতিথি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন প্রকৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের পক্ষে। তার আদর্শ অনুসরণ করে বিএনপি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
এ সময় বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপিদর সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।