
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আজ মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁও, জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। সকালে কালেক্টরেট চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা পর্যায়ের কর্মকর্তা কমচারীরা নিজ নিজ দপ্তরের ব্যানারে অংশ নেয়। এছাড়া শিক্ষক শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ মারজি বক্তব্য দেন।