1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঠাকুরগাঁও এল জি ই ডির নারী টিকটকারের উচ্ছৃঙ্খলতায় অতিষ্ঠ জীবন পঞ্চগড়-১ আসনে এলডিপির প্রার্থী অধ্যক্ষ আনিস প্রধান পঞ্চগড়ে জনে জনে ঘরে ঘরে কর্মসূচি চলছে: সাধারণ মানুষের ব্যাপক সাড়া পীরগঞ্জে তৌহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পলাশবাড়ীতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষে অবসর পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় ও সংবর্ধনা কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা পঞ্চগড়ের বোদায় গণ অধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত আগামী ৯ নভেম্বর পঞ্চগড়ে দুদকের গণশুনানি

পঞ্চগড়ে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
“ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদের উদ্যোগে ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে আবৃত্তি, দেশের গান চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদীচী পঞ্চগড় জেলা সংসদের সাধারণ সম্পাদক নুর নবী জিন্নাহ।
উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি গোলাম কিবরিয়া মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান বক্তব্য দেন।
বক্তারা বলেন “লড়াই ও সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রাখছে। উদীচীর জন্মই হয়েছে অন্ধকার সরিয়ে মুক্তির আলোয় জাতিকে উদ্ভাসিত করার অঙ্গীকার নিয়ে। তাই তারা কথা, গান, কবিতা ও নাটকের মাধ্যমে অসাম্প্রদায়িকতার জয়গান গেয়ে যাচ্ছে এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন উদীচী পঞ্চগড় জেলা সংসদের শিল্পীরা। দলীয় ও একক সংগীত, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে তারা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। স্থানীয় আমন্ত্রিত শিল্পীরাও গান পরিবেশন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট