
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
আগামীকাল শুক্রবার ও শনিবার পঞ্চগড়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়-১। একটি তারুণ্যনির্ভর সংসদীয় অনুশীলনমূলক প্ল্যাটফর্ম, যেখানে পঞ্চগড় জেলার যুবক ও তরুণরা নীতিনির্ধারণ ও নেতৃত্ব চর্চার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় রয়েছে পঞ্চগড় পাইওনিয়ারস। নলেজ পার্টনার হিসেবে থাকছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে থাকছে ক্রিয়েটিভ সাইন্স অলিম্পিয়াড বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়-১ নামে সংগঠনটির সদস্য আহনাফ শাহারীয়ার সোহাগ
আয়োজনের মূল উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, প্রথমত, পঞ্চগড়ের তরুণ সমাজের মধ্যে পলিসি মেকিং, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা, এবং প্রস্তাব ও বিল উত্থাপন ও আলোচনার চর্চা গড়ে তোলা। দ্বিতীয়ত, ভবিষ্যতে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি ও নেতা হিসেবে গড়ে ওঠার জন্য তরুণদের মধ্যে বুদ্ধিবৃত্তিক, যুক্তিবাদী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ব্যবহারিক দক্ষতা তৈরি করা। তৃতীয়ত, প্রতিটি ওয়ার্ড প্রতিনিধি কর্তৃক পঞ্চগড় জেলার নিজ নিজ ওয়ার্ডের বাস্তব সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাবনা চিহ্নিত করে সমাধানমূলক পরিকল্পনা গ্রহণ, যা পরবর্তীতে জেলার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের নিকট সুপারিশ আকারে প্রেরণ করা হবে। দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শুক্রবার সকাল ৯টা থেকে রিপোর্টিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াতের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সূচনা হবে। এরপর জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জরুরি আলোচনা, নির্দিষ্ট বিষয়ভিত্তিক সাধারণ ও সমন্বিত পরিকল্পনা নির্ভর আলোচনা অনুষ্ঠিত হবে। দর্শকদের অংশগ্রহণ নিশ্চিত করতে থাকবে কুইজ প্রতিযোগিতা। দিনশেষে সচিবালয় টিম কর্তৃক সারাংশ উপস্থাপন এবং স্পিকার কর্তৃক অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে। দ্বিতীয় দিনে শনিবার প্রস্তাব ও বিল উত্থাপন, সেগুলোর ওপর গভীর ও গঠনমূলক সাধারণ আলোচনা, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতবিনিময় অনুষ্ঠিত হবে। দিন শেষে সচিবালয় টিম কর্তৃক সারাংশ উপস্থাপন, স্পিকার কর্তৃক অধিবেশন সমাপ্ত ঘোষণা এবং সমাপনি ও স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়-১ কোনো আনুষ্ঠানিক আয়োজন মাত্র নয়— এটি পঞ্চগড়ের তরুণ সমাজকে দায়িত্বশীল নাগরিক, ভবিষ্যৎ নীতিনির্ধারক ও নেতৃত্বে পরিণত করার একটি প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ। সংগঠনটির বিশ্বাস করে, এই আয়োজনের মাধ্যমে উঠে আসা সুপারিশসমূহ পঞ্চগড় জেলার উন্নয়ন পরিকল্পনায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে। এজন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও সক্রিয় উপস্থিতি কামনা করে বলেন, যেন এই উদ্যোগের বার্তা পঞ্চগড়ের প্রতিটি তরুণের কাছে পৌঁছে যায়। এ সময় সংগঠনটির সদস্য লতিফা ইয়াছমিন শান্তু, মো. শাকিল হাসান ও মো. তম্ময় ইসলাম উপস্থিত ছিলেন।
পার্লামেন্টে পঞ্চগড়-১ নির্বাচনী এলাকার তিনটি উপজেলার ২৩ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি ওর্য়াড থেকে একজন করে সংসদ সদস্যসহ ২৫০ জন সংসদ সদস্য উপস্থিত থাকবেন বলে জানানো হয়। এছাড়া একজন নারী ডেপুটি স্পিকার হিসেবে থাকবেন।