
।।শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
পঞ্চগড়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা আজ শনিবার মটর মালিক সমিতি ভবনে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি ডা খালেদ তৌহিদ পুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থা্পনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়, চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়াসহ নানান বিষয়ে বক্তব্য দেন। তিনি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার মালিক/প্রতিনিধিবৃন্দ কর্তৃক উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা আইন মেনে চলতে অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় পঞ্চগড় জেলার হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।