
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির পঞ্চগড় -১ আসনে মাসব্যাপী জনে জনে ঘরে ঘরে কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচিতে জেলা উপজেলার নেতৃবৃন্দ ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের কাছ গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও বিএনপি ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করছেন।
এ কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ও মাগুড়া ইউনিয়নের ১৮ টি ওয়ার্ড একযোগে এ কর্মসূচি পালন করছেন।
এ সময় পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, এম এ মজিদ, পঞ্চগড় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু দাউদ প্রধান, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মো. মাহফুজুর রহমান বাবু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এডভোকেট রীনা পারভিন, পৌর বিএনপির এক নম্বর সদস্য অধ্যক্ষ সামসুজ্জামান বিপ্লব, প্রফেসর আজিজুল হক বাবু, প্রফেসর আবু তোয়াবুর রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহাজাহান খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ বাবু, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কায়েদে আজম দুলালসহ জেলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।
কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেকটি বাড়িতে গিয়ে প্রত্যেক মানুষের কাছে তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও ১৮০ দিনের কর্মসূচির লিফলেট তুলে দিয়ে নেতার বলেন, পঞ্চগড়-১ আসনে আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন । ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে আহ্বান জানান।
নেতাদের বাড়ি বাড়ি গিয়ে জনে জনে লিফলেট দিয়ে এর আগে কেউ ভোট প্রার্থনা করেনি বলে জানান ভোটাররা। আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারলে বিষয়টি বিবেচনা করবো। বিএনপি নেতাদের বাড়িতে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকে তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ জানান, ব্যারিস্টার নওশাদ জমির ঘোষিত ঘরে ঘরে জনে জনে কমসূচি ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে। কর্মসূচিতে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।