ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় জেলা শাখা’র আয়োজনে ৪৫ তম প্রতিস্ঠা বার্ষিকী পালন করেছেন।দিনব্যাপী কর্মসূচির মধ্য প্রথমেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আজ দুপুরে (১৯ আগষ্ট)মঙ্গলবার জেলা বিএনপির কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপস,সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দলের মনিরুজ্জামান মানিকসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুস্ঠিত হয়।এর আগে ৫ উপজেলার নেতা কর্মি’রা খন্ড খন্ড মিছিল নিয়ে দলিয় কার্যালয়ে উপস্থিত হন।আলোচনা সভা শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপস,সদস্য সচিব মনিরুজ্জামান মানিকের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। পঞ্চগড় শহরকে পরিচ্ছন্ন রাখতে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করে ঝুড়িতে ফেলা হয়।এবং কি শহরের বিভিন্ন জায়গায় ময়লা ফেলার ঝুড়ি রাখা হয়।