শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা,সরকারের নীতি আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, গুজব, বাল্যবিয়ে,ইভটিজিং,মাদকের কুফল, গুজব, অপপ্রচার, অপরাজনীতি, নৈতিকতা ও মূল্যবোধ সর্ম্পকে সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, মানবপাচার, কারিগরি প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মকছুদুল কবির, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন, শিক্ষার্থী মো. ফেরদৌস মাহমুদ, নারী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আল ইমরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক তন্ময় কুমার দাস, ঘোষক। অনুষ্ঠানে প্রায় ২২০ জন নারী,পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিস এ সমাবেশের আয়োজন করে।