
।।শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
টাইফয়েড টিকা বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।
সভায় আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি। এই কর্মসূচি সফল করতে সকল স্কাউটদের সহযোগিতা কামনা করা হয়।
জেলা তথ্য অফিস আয়োজিত কর্মশালায় জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,স্কাউট লিডার, স্কাউট সদস্য এবং গার্লস গাইডরা উপস্থিত ছিলেন।