শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সোমবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাকপাড়া গ্রামের সামসুন নেহারের বাড়ি উঠান ও ভেলকুপাড়া গ্রামের আবু তাহেরের বাড়ীর উঠানে দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠক দুটিতে ডেঙ্গু প্রতিরোধ,গুজব, বাল্যবিয়ে, মাদকের কুফল, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ নির্মাণ, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপরাজনীতি প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ,পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার অটিজম, তথ্য অধিকার,কারিগরি প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা হয়। উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতমেরা ইউপির সংরক্ষিত ইউপি সদস্য সামসুন নেহার, অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আজিজার রহমানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক তন্ময় কুমার দাস। অনুষ্ঠান দুটিতে প্রায় ২২০জন নারী,পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিস দুটি অনুষ্ঠানের আয়োজন করে।