
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
বায়ূদুষণ, শব্দ শুনতে ও পরিবেশ দূষণের বিরুদ্ধে পঞ্চগড়ে শুরু হয়েছে অভিযান। অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় জেলার সদর উপজেলার জগদল এলাকায় বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী(পাথর ও বালি) রাস্তার উপর সংরক্ষণ করার মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০২(দুই) জন ব্যবসায়ীকে মোট ১০,০০০/-(দশ হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জ
মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে।
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জান ও পুলিশ সুপার মো. রবিউল ইসলামের নেতৃত্বে গোটা জেলা জুড়ে এ অভিযান শুরু হয়েছে। এখন অর্থদণ্ড দেওয়া হচ্ছে। এর কারাদণ্ড দেয়া হবে।