
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় পঞ্চগড।।
পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে আজ বৃহস্পতিবার তারুণ্যর উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণ, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী সভাপতিত্ব করেন।
উক্ত সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, পঞ্চগড় এর যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মানিক উদ্দিনসহ বিভিন্ন শিল্প-কারখানার মালিক/প্রতিনিধিবৃন্দ বক্তব্য প্রদান করেন।
জেলা পরিবেশ অধিদপ্তর এ সভার আয়োজন করে।