
পঞ্চগড় সংবাদদাতা।। পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার পঞ্চগড় জেলার সদর উপজেলার খোলাপাড়া বিজিবি অফিস সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত গাড়ি অনাবৃত এবং বডি(কাঠামো) ও চাকা অপরিচ্ছন্ন অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০৩(তিন) টি ট্রাক এর ড্রাইভারকে ২,২০০/-(দুই হাজার দুইশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।