শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার পঞ্চগড় জেলার সদর উপজেলার পঞ্চগড়-তেঁতুলিয়া রোডস্থ পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪(চার) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ১,৮০০/-(এক হাজার আটশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ণ ব্যবহারকারী ১০(দশ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া নির্মাণ সামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহণের মাধ্যমে বায়ু দূষণ করার অপরাধে ০১(এক) টি ট্রাক এর ড্রাইভারকে ১০০০/-(এক হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পঞ্চগড় জেলা পুলিশের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টীকার সাঁটানো হয়। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।