শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।”বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” শ্লোগানে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব আজ শনিবার পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রাণবন্ত এই উৎসব জেলার আট টি বিদ্যালয় দল অংশ নেয়।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মাগুড়ার প্রধানপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় রানার আপ হয়েছে। বিজয়ী দলের নাঈমা তাসনিম সেরা বক্তা নির্বাচিত হয়।
চ্যাম্পিয়ন দল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে।
সমকালের জেলা প্রতিনিধি সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উদীচির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক ও পরিবেশ কর্মী আজহারুল ইসলাম জুয়েল, জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী ও উপদেষ্টা শহীদুল ইসলাম শহীদ, ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি ও পিটিআই ইন্সট্রাক্টর রুহুল আমিন প্রধান মানিক বক্তব্য দেন।
সকালে প্রধান অতিথি হিসেবে রঙিন বেলুন উড়িয়ে পঞ্চগড় বিএমআই কলেজের অধ্যক্ষ শামসুজ্জামান বিপ্লব উৎসবের উদ্বোধন করেন।
সমকাল সুহৃদ সমাবেশ, পঞ্চগড় এ বিতর্ক প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করে।