
ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখা’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলিয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের দিকনির্দেশনায় জেলা ওলামা দল এ দোয়া মাহফিলের আয়োজন করেন। জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল আলিম খানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ওলামায়ে কেরাম অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘজীবন ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য। তারা তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেন।
মাহফিল শেষে আগত ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।