
ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার(০২জানুয়ারী) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র নির্বহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও দলটির পঞ্চগড় ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ সমর্থকরা উপস্থিত ছিলেন।বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাতের দোয়া অনুষ্ঠান হয়।মাঠ প্রাঙ্গণে দোয়া মুনাজাতে দলীয় নেতা কর্মিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।ব্যারিস্টার নওশাদ জমির বলেন এমন একটি দিনে আমরা একত্রিত হয়েছি,এই দিনটা আমাদের কারো কাম্য ছিলনা।আমরা কেউই চাইনি কখনো যে এই দিনটি আমাদের দেখতে হবে।আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক কর্মকান্ড ও ব্যক্তিগত বৈশিষ্ট্য দিয়ে তার সাহসিকতা দিয়ে বাংলাদেশের জন্য তার মমতাবোধ, দেশের মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সেটা দিয়ে তিনি মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন।তার অকাল মৃত্যুতে সারা বাংলাদেশ আজ শোকাহত। শোকের কালো চাদরে ঢাকা পরেছে সারা বাংলাদেশ।