
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়।।পঞ্চগড়ে বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন এর সহায়তায় ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকান প্রবাসী আব্দুল হালিম রবি’র অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। শুক্রবার (১২সেপ্টেম্বর) দুপুরে জেলার কনিকা ব্লাড ব্যাংকের সামনে সদর উপজেলার অসহায় ১০জন মহিলার কাছে এই সেলাই মেশিন বিতরন করা হয়। ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আশিক হাসান সদস্য নাইম ইসলাম উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন।
ফাউন্ডেশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ আশিক হাসান বলেন, আমাদের এই বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকান প্রবাসী আব্দুল হালিম রবি ভাই এর অর্থায়নে এই সেলাই মেশিন শুধু নয় উনার কষ্টে অর্ত টাকায় জেলার অসহায় মানুষদের সকল ধরনের সহায়তা করে আসছি এবং আগামীতেও করা হবে।