
নিজস্ব প্রতিবেদক।। পঞ্চগড়ে ব্যারিষটার জমির উদ্দিন সরকার ফুটবল গোল্ডকাপ টুনামণ্টের খেলার শুভ উদ্বোধনহয়েছে। ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফুটবল গোল্ডকাপ খেলার আয়োজন করেছেন। মংগলবার (৩সেপ্টেম্বর) চানঁপাড়া শশান মাঠে বিকেলে এ ফুটবল খেলার পঞ্চম ম্যাচের শুভ উদ্ভোদন করা হয়েছে।খেলার প্রথমেই জাতীয় পতাকা উওোলন করা হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও দৈনিক নবচেতনার পঞ্চগড় প্রতিনিধি মো:ইনসান সাগরেদ,উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইদুজ্জামান রেজা,সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম,মো: মঞ্জু হোসেন। খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করেছে।ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন মনোয়ার হোসেন,জাকির ও লিমন।ধারাভাষ্যকার ছিলেন মির্জা ওবায়দুল কাদের। ফুটবল খেলা উপভোগ করার জন্য দুর দুরান্ত থেকে ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন। ফুটবল খেলার আয়োজক কমিটি মো:সোহেল, মো:রবিউল, মো:ইউনুস,আবুবক্কর সিদ্দিক, শাহজাহান হোসেন (সাজু),মো: জুয়েল প্রমুখ যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে মাঠের চারিদিকে তাদের বিচরণ ছিলো।আজকের ফুটবল ম্যাচে প্রতিদন্দিতা করছেন দুটি দল মলানি ফুটবল টিম ও কাজির হাট ফুটবল টিম।