
।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড় সদর উপজেলার এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী অবভভাবকরা।
বুধবার সদর উপজেলার চাকলাহাট হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসা ও টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সামনে পঞ্চগড়- চাকলাহাট সড়কে মানববন্ধন কমসূচি করে। গত ৮ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষক আবু মো. সালেহ খাজা খানের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগে প্রায় লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। খবর পেয়ে শিক্ষক এ ঘটনায় চিৎকার করে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে থাকে। এসময় কতিপয় দুষ্কৃতকারী ওই শিক্ষককে প্রাণে হত্যার জন্য মারধর করে। লতিফুল নামে স্থানীয় এক ব্যক্তি উক্ত শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় দেখে দ্রুত পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। উক্ত লতিফুল মানবিক কারণে উক্ত শিক্ষককে হাসপাতালে ভর্তি করে বাসায় ফেরার পথে দুষ্কৃতকারীরা তাকেও বেদম প্রহার করে। লতিফুলকেও পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এলাকার সুধীজন, শিক্ষক শিক্ষার্থীরা দোষীদের দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মৌলানা মো. সাইফুল্লাহ, মাদ্রাসা কর্মচারী রংপুর বিভাগীয় ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম। হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আনসারুল ও শিক্ষার্থী ও অভিভাবকরা । বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অন্যথায় এ আন্দোলন শুধু পঞ্চগড়ে নয় সমগ্র বাংলাদেশে শিক্ষক সমাজ ও ছাত্রদের
মাঝে ছড়িয়ে দিয়ে আন্দোলন জোরদার করা হবে হুঁশিয়ারি দেন বক্তারা।
এদিকে, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় নয়জনকে আসামি করে আবু সালেহ মো. খাজা খান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।