 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট কুমারপাড়া গ্রাম থেকে জুয়েল হোসেন (৪২) কে আটক করে ২৪ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। আটককৃত জুয়েল হোসেন বগুড়া সদর উপজেলার হরিগাড়ী ইসলামপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ফরহাদ এর নেতৃত্বে ও বোদা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে তল্লাসী চালিয়ে জালটাকা সহ তাকে বোদা থানায় সোপর্দ করে।
এ বিষয়টি বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন জাল টাকাসহ আটককৃত ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে।