1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
পিতার সাথে নদীতে গোসল করতে যেয়ে নিখোঁজ ৩ ঘন্টা পর মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচন সহজ হবে না, সতর্ক থাকতে বললেন তারেক রহমান পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন সাংবাদিক কে এম সবুজের ওপর হামলা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগে মীর আবু সাঈদ ও তাঁর ছেলে আলোচনায় দিনাজপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক ঘুণপোকা খেয়েছে হৃদয় //রিতু নুর ঝোপের ভেতর থেকে মহিলার লাশ উদ্ধার ছেলে ও পুত্রবধূসহ ৪ জন পুলিশি হেফাজতে যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগারকে নির্বাচনে আনার চেষ্টা করছে তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়……পঞ্চগড়ে সারোয়ার তুষার পঞ্চগড়ে বিএফএফ-সমকাল বিতর্ক উৎসব অনুষ্ঠিত

পঞ্চগড়ে সারজিস আলমের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।পঞ্চগড়ের একটি মতবিনিময় সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলিয়া উপজেলা বিএনপি৷ সোমবার রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবে এনসিপির ওই নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,পঞ্চগড়ে একটি শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে সেটি ফেসবুকে ভাইরাল হলে বক্তব্যটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনকে নিয়ে দেয়া সারজিসের দেয়া মিথ্যা বক্তব্য দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, সারজিস তার বক্তব্যে, তেঁতুলিয়া বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ভজনপুরে পাথরের প্রত্যেক ট্রাকে ১ হাজার করে টাকা নেয়া হতো। প্রতিদিন ওখানে লক্ষ টাকা ওখানে চাঁদাবাজি করা হতো। স্থলবন্দরে শ্রমিকদের টাকা পাওনা টাকার থেকে একটি ভাগ ওই চাঁদাবাজদের দেয়া হয়৷ বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রদান করেন। সারজিসের এমন বক্তব্যের ফলে নেতাদের সম্মান ও মানহানি হয়েছে বলে অভিযোগ করে জানান বিএনপি নেতারা। তবে বক্তারা আরও বলেন,পাথর ও বালি মহাল সরকার ইজারা দিয়েছেন,ইজারাদারগন তাদের মাশুল উত্তোলন করেন প্রতি ট্রাক থেকে ৫শ থেকে ৩শ টাকা৷ এখানে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কোন সম্পর্ক বা জড়িত নন। তাই সারজিসের এমন বক্তব্যে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান নেতারা। ভবিষ্যতে এমন মিথ্যা বক্তব্য প্রদান না করতে আহবান জানান৷
এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম,সদস্য সচিব জাকির হোসেন,পঞ্চগড় পাথর বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু,বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী, বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ প্রধানসহ উপজেলা বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
এছাড়া এ বক্তব্যের নানান ভাষায় নানান শ্রেণী পেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট