নিজস্ব প্রতিবেদক।। পঞ্চগড় আটোয়ারী উপজেলায় মহিলা দলের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রধান অতিথি ব্যারিস্টার নওশাদ জমির। আজ (৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ আটোয়ারীতে মতবিনিময় সভাটি আয়োজন করা হয়। প্রচন্ড গরম উপেক্ষা করে মহিলা দলের নেতৃিরা উপস্থিত ছিলেন চোখে পড়ার মত। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়লা আরজুমান্দ বানু মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মজিদ, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল এ্যাড.রীনা পারভীন প্রমূখ। সভাপতিত্ব করেন আটোয়ারী উপজেলা মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগম। সঞ্চালনায় ছিলেন আটোয়ারী উপজেলা মহিলা দলের সদস্য সচিব রুনা আক্তার। বিএনপি নেতা নওশাদ জমির আটোয়ারী উপজেলার প্রতিটি ইউনিয়নের মহিলা দলের নেতৃিদের বক্তব্য শোনেন।বিএনপির এই নেতা সদর উপজেলা মহিলা দল ও তিন উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।পঞ্চগড় ০১ আসন কে ঘিরে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর প্রত্যাক নেতাকর্মীদের তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার নির্দেশ প্রদান করেন।ব্যারিস্টার নওশাদ জমিরের সাদামাটা চলাফেরা আকৃষ্ট করেছে এ অঞ্চলের ভোটারদের কাছে।গাড়ী নিয়ে ছুটতে ছুটতে কোথাও ফুটবল খেলা দেখলে গাড়ী থামিয়ে দর্শকের ভুমিকায় খেলা উপভোগ করেন।বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি একজন আইডল।
ইনসান সাগরেদ
পঞ্চগড় ০৫ সেপ্টেম্বর ২০২৫