
।।শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্মের সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের সেন্ট্রাল প্লাজার সিএফসি হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধান সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম ও সরকার হায়দার প্রমূখ। সক্রিয়করণ সভায় আগামী ত্রয়েদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে-নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সেজন্য ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে ভোটর উদ্বুদ্ধকরণে জেলার দু’টি আসনের জনসমাগমস্থলে পথনাটক মঞ্চস্থ করাসহ সীমান্ত ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ তদারকি করার জন্য পুলিশ প্রশাসনকে সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়। #