
পঞ্চগড় সংবাদদাতা।। তারুণ্য নির্ভর, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: আরিফুজ্জামান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল।
প্রধান অতিথি শিশুদের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিশুদের সাস্থ্য সুরক্ষা, ছেলে-মেয়েদের মধ্যে বৈষম্য না করা, টাইফয়েডের টিকার গুরুত্ব, বাল্যবিয়ের কুফল ইত্যাদি বিষয় নিয়ে বিষদভাবে আলোচনা করেন। সভাপতি বলেন , তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা,সরকারের নীতি আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, গুজব,বাল্যবিয়ে,ইভটিজিং,মাদকের কুফল, গুজব, অপপ্রচার, অপরাজনীতি, নৈতিকতা ও মূল্যবোধ সর্ম্পকে সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, সরকারের উন্নয়নমূলক কার্যক্রম, মানবপাচার, কারিগরি প্রশিক্ষণ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা করেন । বিশেষ অতিথিবৃন্দ হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান, সাবেক চেয়ারম্যান মো: মাহবুব আলম প্রধান, প্রধান শিক্ষক মোছা: হোসনে আরা হাবিবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক তন্ময় কুমার দাস। সমাবেশে প্রায় দুই শ জন নারী,পুরুষ ও শিশু উপস্থিত ছিলেন। #