
ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক বাস্তবায়ন পরিষদের স্মারকলি প্রদান।আজ মঙ্গলবার (০২ নভেম্বর ২০২৫)প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদ ও ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডা.ইউনুস বরাবর জেলা প্রশাসক কাজী সায়মুজ্জামান মাধ্যমে স্মারক লিপি প্রদান করেছেন সহকারী শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখা।৩ দফা দাবির পরিপ্রেক্ষিতে স্মারকলিপি টি জেলা প্রশাসক কে দেওয়া হয়।সহকারী প্রাথমিক শিক্ষকদের অর্থ মন্ত্রণালয়ের
প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকদের দাবীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবীতে সরকারি ১১ তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা। এসময় উপস্থিত ছিলেন মোছা:ইয়াসমিন আরা,কাজী আওলাদ হোসেন বুলবুল, মো:আমিরুল, মোছা :আফরোজা, রায়হান, কেরামত,মখছেদুর, ফেরদৌস আরা (রুমি),অনি ও পিপলি প্রমুখ। ন্যায্য দাবী আদায়ে পঞ্চগড়ে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে চলছে কর্মবিরতি।