
।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পঞ্চগড়ে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার আগস্ট মাসের স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলার সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।
সভায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির শতভাগ রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করার উপর জোর দেওয়া হয়।
এছাড়া জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যালোচনা করা হয়, রোগ নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা এবং সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবা গ্রহণকারীদের সন্তুষ্টি নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. সিরাজুল ইসলাম বলেন,“জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সেটাই আমাদের মূল লক্ষ্য। স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এটি অর্জন করতে সক্ষম হবো।”
সভায় উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেবার মান উন্নয়নে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ডাক্তার-নার্স থেকে শুরু করে প্রতিটি স্টাফ দায়িত্বশীলতার সাথে কাজ করলে সেবাগ্রহীতাদের আস্থা আরও বৃদ্ধি পাবে। মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা জোরদার করতে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। নিয়মিত টিকাদান কার্যক্রম ও পরিবার পরিকল্পনা সেবা কার্যকরভাবে চালাতে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।”
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় পঞ্চগড় জেলার স্বাস্থ্যসেবা আরও গতিশীল ও ইতিবাচকভাবে এগিয়ে যাবে।
সভায় উপস্থিত ছিলেন জেলার পাঁচটি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কনসালট্যান্টবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের কনসালট্যান্টবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্নজ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।