
ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় পৌরসভার ৯ টি ওয়ার্ড আলোকিত করতে নওশাদে’র ব্যতিক্রম কর্ম পরিকল্পনা। পঞ্চগড় পৌরসভা প্রথম শ্রেণীর হলেও, সেবার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় ০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচনি প্রচারণায় পৌর সভার প্রতিটি ওয়ার্ডে অলি গলিতে যান।তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেন একটি জেলা শহরের পৌর সভার বেহাল দশা।পৌরসভার রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থাপনা খুবই ভঙ্গুর অবস্থা দেখে তিনি অবাক হয়ে যান। তিনি আধুনিক পৌরসভা গড়তে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন।এরই ধারাবাহিকতায় ৯ টি ওয়ার্ডের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ এর পোল না থাকায় পুরো এলাকাটি অন্ধকারচ্ছন্ন থাকে।অন্ধকার থাকার কারণে রাতের বেলায় বাসা বাড়ির মহিলা ও শিশুরা বের হতে পারতোনা নিরাপত্তা জনিত কারণে।আর এই অন্ধকারের জন্য মাদক সেবিদের একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে।ব্যাক্তি উদ্যোগে সেই সব জায়গাগুলোতে মোট ৭২ টি সোলার বিদ্যুৎ পোল স্থাপন করেছেন। সোলার বিদ্যুৎ পোল লাগানোর কারনে সেই সব স্থানে অন্ধকার থেকে আলোয় ঝলমলে করছে।অত্র এলাকার বাসিন্দারা এরকম একটি উদ্যোগকে সত্যিই প্রশংসনীয় আর এই উদ্যোগ গ্রহণের জন্য পঞ্চগড় ০১ আসনের এমপি পদপ্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।