1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়-১ আসনে এলডিপির প্রার্থী অধ্যক্ষ আনিস প্রধান পঞ্চগড়ে জনে জনে ঘরে ঘরে কর্মসূচি চলছে: সাধারণ মানুষের ব্যাপক সাড়া পীরগঞ্জে তৌহিদী জনতার উদ্যোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পলাশবাড়ীতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষে অবসর পলাশবাড়ী মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষকের অবসরজনিত বিদায় ও সংবর্ধনা কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা পঞ্চগড়ের বোদায় গণ অধিকার পরিষদের নির্বাচনী সভা অনুষ্ঠিত আগামী ৯ নভেম্বর পঞ্চগড়ে দুদকের গণশুনানি সভাপতি মোশারফ, সম্পাদক আলীম উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন কখনো সংস্কার কখনো পিআর কখনো গণভোট চেয়ে নির্বাচন ভন্ডুল করার অপচেষ্টা রুখে দিতে হবে : ফরহাদ আজাদ

পঞ্চগড়-১ আসনে এলডিপির প্রার্থী অধ্যক্ষ আনিস প্রধান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পঞ্চগড়-১ আসনে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও পঞ্চগড় জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনিছুর রহমান প্রধান আনিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি এলডিপির প্রার্থী হিসেবে ছাতা মার্কায় নির্বাচন করবেন। তিনি এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা এলডিপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৯৪ সালে আটোয়ারী উপজেলার ডাঙ্গীরহাট সরকারি কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগ দেন। দীর্ঘ চার বছর পর কলেজটি পুরোপুরি প্রতিষ্ঠিত করার পরে তিনি পিতা দানবীর আলহাজ্ব খামির উদ্দিন প্রধানের আদেশ টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তিনি উপাধ্যক্ষ পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি অধ্যক্ষের দায়িত্ব । পালন করছেন।
তিনি জানান,
পঞ্চগড় -১ আসনের প্রার্থী হিসেবে এলডিপি তাঁর নাম ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন,
বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীভাতাসহ সকলভাতা স্বচ্ছতার সাথে প্রদান নিশ্চিত করা, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করা, পঞ্চগড় জেলার সীমান্ত দিয়ে মাদক পাচার হয়ে সারা দেশে চলে যাচ্ছে এটা বন্ধ করা এবং পঞ্চগড়ের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন, জেলার মানুষের স্বাস্থ্য সেবায় মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কাজ করবেন।
ব্যক্তিগত তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। কন্যা আনিকা তাসনিম প্রধান ঢাকা ইন্টারন্যাশনাল নর্দান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে একই কলেজে দুই বছর অধ্যাপনা করেন।পরে লন্ডন বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে এমফিল ডিগ্রি শেষ করে মেডিকেল সাইন্সে পিএইচডিতে অধ্যায়নরত। ছেলে মাহী আনিস প্রধান ঢাকা অ্যামেরিকান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এর তৃতীয় সেমিষ্টারে অধ্যয়নরত। স্ত্রী পারভীন কবীর হাজী খামির উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত।
জনাব আনিস ২০০৪ সালে সাংবাদিকতা পেশায় আছেন। তিনি জেলা প্রতিনিধি হিসেবে আজকের প্রতিভা ও বাংলাবাজার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় আসেন। পরে তিনি সিএসবি নিউজ টিভি, একুশে টেলিভিশন, বৈশাখী টিভি, আই টিভি, কোলকাতা টিভি, খোলা কাগজ, মানবকণ্ঠ পত্রিকায় জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সময়ের কাগজের পঞ্চগড় জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সালে পঞ্চগড় জেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, তাঁকে ছাতা মার্কায় ভোট দিলে পঞ্চগড়ের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। এখনো আমি আমার বাবার মতো নানান সামাজিক কাজে জড়িত আছি‌। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ঘোষণার পর এ আসনের বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছেন ‌।
তাঁর বাবা আলহাজ্ব খামির উদ্দিন প্রধান বিএনপির প্রতিষ্ঠাতা। তিনি পঞ্চগড় থানা কাউন্সিলের পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন। একাধারে ৩৫ বছর
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি এলাকায় দানবীর হিসেবে পরিচিত।
তিনি কেপি উচ্চ বিদ্যালয়, হাজী খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসা, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, চাকলাহাট বিএম কলেজ, বগুলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকলাহাট কোবাদ আলী প্রধান এতিমখানা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের জমিদাতা ও প্রতিষ্ঠাতা। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত মকবুলার রহমান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে এককালীন ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
তাঁরই সুযোগ্য সন্তান আনিস প্রধান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট