।। সোহরাওয়ার্দী খোকন ।।
“পত্রিকায় প্রকাশিত সংবাদের জন্য সম্পাদকই দায়ী”এই জটিল ও কঠিন কথাকে সামনে রেখে দৈনিক ঝড়,এগিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে,গত চার বছর ধরে।পত্রিকা প্রকাশের শুরু থেকেই আসলে এটি আলোড়ন সৃষ্টি করেছিল।আর আলোড়ন সৃষ্টি হবেইনা কেন!যেখানে সম্পাদক নিজেই একজন আলোচনা সৃষ্টিকারী ব্যাক্তি।এটা সত্যিই আমাদের জন্য আনন্দের। আমি একজন নিয়মিত পাঠক হিসেবে আমি গর্বিত যে, এই পত্রিকা শুরু থেকেই সত্য, সাহসের ন্যায় সংবাদ প্রকাশ করেছে,ভবিষ্যতে ও স্রোতের বিপরীতে গিয়ে সংবাদ প্রকাশ করবে এমনটাই প্রত্যাশা করি।
দৈনিক ঝড় শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সামাজিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে পাওয়া যায় দেশ ও সমাজের বাস্তব চিত্র, অবহেলিত মানুষের কথা, উন্নয়ন ও সম্ভাবনার গল্প, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।
আমি বিশ্বাস করি— আগামী দিনে দৈনিক ঝড় আরও গঠনমূলক ভূমিকা রাখবে সমাজ উন্নয়নে তথা সমাজের সবকিছু বাস্তব চিত্র তুলে ধরার মাধ্যমে। সত্য প্রকাশে একনিষ্ঠ হয়ে পাঠকের আস্থা অর্জনে আরো যত্নশীল হবে।কোন ব্যাক্তি,দল বা গোষ্ঠীর হয়ে নয়, আপামর মানুষের হয়ে সংবাদ প্রকাশ করবে দৈনিক ঝড় এমন প্রত্যাশা রইল বেশি বেশি। আন্তরিকতা, আর সামাজিক পরিবর্তনের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গিই হবে এর মূল চালিকা শক্তি।
বর্ষপূর্তির এই বিশেষ মুহূর্তে আমি দৈনিক ঝড়ের সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মী এবং সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আপনাদের কলমের শক্তি থাকুক সত্যের পক্ষে।জুলুমের বিপক্ষে,ক্ষমতাকে প্রশ্ন করার দক্ষতা