
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন (দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার,উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক, ৪ নং বরিশাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, ক্লাস সভাপতি শাহ আলম সরকার সহ উপজেল প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা,শিক্ষার্থী বৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের সমন্বয়ে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প পরিস্থিতিতে উদ্ধার অভিযানের উপর মহড়া প্রদর্শন করা হয়।