
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ“দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন—
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) প্রশান্ত কুমার,সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান,সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু,একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন— “দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়; এটি জাতির নৈতিক অস্তিত্বকে ক্ষয়ে দেয়। পরিবার, প্রতিষ্ঠান, প্রশাসন—সব স্তরে সততার চর্চা জোরদার হলে আগামীর প্রজন্ম একটি শুদ্ধ সমাজ পাবে।”
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।