
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ“সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিই লক্ষ্য” — এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি কলেজ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য “ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় পলাশবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা, তরুণ সমাজের প্রতিনিধিরা এবং আগ্রহী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী সরকারি কলেজ শিবিরের সভাপতি শাহাদাত হোসেন পলাশ, এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি জুয়েল সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ইউসুফ আল কারজাভি।
বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রশিবির সভাপতি সৈয়দ আজহারুল ইসলাম এবং পৌর সেক্রেটারি শেখ রুহানি।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য কেবল একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব দক্ষতা, লক্ষ্যনির্ধারণ ও নৈতিক মূল্যবোধের সমন্বয়। শিক্ষার্থীদের মধ্যে যদি সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করা যায়— তবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব।
প্রধান অতিথি ইউসুফ আল কারজাভি তাঁর বক্তব্যে বলেন,
“তরুণরাই জাতির ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা ও নৈতিক শিক্ষায় তারা যেমন নিজের ক্যারিয়ারে সফল হতে পারে, তেমনি জাতির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।”
আয়োজকদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, আত্ম-উন্নয়ন ও জীবনের লক্ষ্য নির্ধারণে অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যৎ নেতৃত্বের পথ সুগম করবে।