
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গ্রামের বসত বাড়ী বাড়ী গিয়ে নারী পুরুষ ভোটারদের নিকট ৩১ দফা তুলে ধরে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে লিফলেট বিতরণ করেছেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত।
১৮ অক্টোবর শনিবার লিফলেট বিতরণ কালে ছাত্রদল নেতা লিয়াকত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা আমাদের আগামীদিনের রাষ্ট্র পরিচালনার মুলমন্ত্র। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এটি একটি মুক্ত, সুশাসিত ও ন্যায়ের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এখানে রয়েছে শিক্ষা, কর্মসংস্থান, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন ও জনগণের অধিকার পুনরুদ্ধারের দিকনির্দেশনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিয়াকত।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন, ৫ নং মহদীপুর যুবদলের আহ্বায়ক আপেল খন্দকার, ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল রহমান, বর্তমান সভাপতি মেজবা আহমেদ প্রান্ত, পৌর জাসাস সদস্য সচিব ফরহাদ আহমেদ পিন্টুসহ অন্যান্যরা।
ছাত্রদল নেতারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা -৩ আসনে ধানের শীষের কান্ডারী অধ্যাপক ডঃ মাইনুল হাসান সাদিকের জন্য উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও নেতৃবৃন্দ শ্রম দিচ্ছে।নির্বাচনের মাঠে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে হিসাবে আমাদের এমন কর্মসূচি প্রতিনিয়ত অব্যাহত থাকবে।
উল্লেখ্য,দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটে, মাঠে, ঘাটে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এর নেতৃত্বে উপজেলা পৌর কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন।