
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের সাথে ৩১ গাইবান্ধা -৩ (আসন) এর বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ যোগদান করেন এবং ৩১ গাইবান্ধা -৩ (আসন) এর বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, র সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে শিক্ষক শিক্ষিকারা দাঁড়িপল্লা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে দুই উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় অগ্রাধিকার, বিনামূল্যে শিক্ষা, শিক্ষকের উন্নত প্রশিক্ষণ এর মাধ্যমে পেশাগত উন্নয়ন নিশ্চিত করা, আধুনিক/ দক্ষতা ভিত্তিক শিক্ষার ব্যবস্থার আহবান জানান।
১৩ ডিসেম্বর রবিবার সকালে পলাশবাড়ী পৌর সভার সিনিয়র দি মুখি ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা লগ্নে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী নুরুজ্জামান মোল্লা। অর্থসহ ভগবত গীতা পাঠ করেন তাপশী রানী। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন পশ্চিম মির্জাপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রায়হান কবীর,মেরীর হাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জামালপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল আলিম, বাসুদেবপুর সি-কে স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নুরে আলম নয়ন,নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মন্ডল,
নান্দিশহর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পাবনাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মনোহরপুর নিম্ন মধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহাদত আলম প্রমুখ।
উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক এর
সমাপনী বক্তব্য শেষে বিশেষ মোনাজাতে মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।##√√