ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার পলাশবাড়ি সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির আয়োজনে গাছের চারা রোপন বিতরন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে পলাশবাড়ী সরকারি ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, পলাশবাড়ী সরকারি এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথকভাবে গাছের চারা রোপণ ও বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।
এ সময়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পলাশবাড়ী উপজেলার নেতাকর্মী, পলাশবাড়ী উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মী , রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা উপজেলার নেতৃবৃন্দ,স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।