
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ-গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিশাল আয়োজনে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার ৩ নং ওয়ার্ড উদয়সাগর গ্রামের বিশাল ফসলের মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সনের উদ্যোগে
এ দোয়া মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি ও গাইবান্ধা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সৈয়স মইনুল হাসান সাদিক। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.মঞ্জুর মোর্শেদ বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,পিপি আব্দুল হালিম প্রামানিক, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা, মুকুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান সিনিয়র যুগ্ম আহবায়ক হযরত আলী স্বপন, উপজেলা জাসাসের আহবায়ক সবুজ সরকার, সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, পৌর জাসাসের আহবায়ক আল আমিন পৌর জাসাসের সদস্য সচিব ফরহাদ মন্ডল পিন্টু ,মহদীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক খন্দকার আপেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার,সদস্য সচিব আকাশ কবির পায়েল,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ, বর্তমান সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত, স্বেচ্ছাসেবক দলের নির্ঝর সহ অন্যান্যরা।
শেষে,বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল উপলক্ষে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী খাদ্যগুদাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম। এবং উপস্থিতি সকলের মাঝে তবারক বিতরণ করেন আয়োজকরা।