
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন যুবদলের কার্যক্রম গতিশীল করতে যুবদলের ৪৭তম প্রতিষ্টাবার্ষিকীর প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার পবনাপুর,
মনোহরপুর,হরিনাথপুরসহ তিনটি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন,উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ।এ সময় তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে হলে কৌশল এবং পদ্ধতির সমন্বয় প্রয়োজন। দক্ষ নেতৃত্ব, কর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও উন্নয়ন, কার্যকর যোগাযোগ, সঠিক কৌশলগত পরিকল্পনা এবং সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। নেতৃত্বকে হতে হবে আদর্শিক ও দক্ষ। কাজের ক্ষেত্রে ত্রুটি চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। নেতৃত্ব ও সদস্যদের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করতে হলে সততা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি সাদেকুল ইসলাম রুবেল,উপজেলা যুবদল যুগ্ন-আহব্বায়ক রাজু সরকার,পৌর যুবদলের যুগ্ন-আহব্বায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, হরিনাথপুর ইউনিয়ন সভাপতি আদনানুল ইসলাম মারুফ,সাধারণ আশরাফুল ইসলাম,পবনাপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ সোহাগ,সাংগঠনিক সম্পাদক স্বরজিল আহম্মেদ স্বরুপ প্রধান,নেতা শুভ সরকার,রিফাতসহ ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা শেষে মনোহরপুর ইউনিয়ন যুবদল সভাপতি জোবায়ের আহম্মেদ এর নেতৃত্বে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দর অংশগ্রহণে ৩১ গাইবান্ধা -৩ আসনের ধানের শীষ মার্কার কাণ্ডারি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিককে বিজয়ী করতে স্থানীয় হাট বাজারগুলোতে নির্বাচনী প্রচার-প্রচারনা এবং ভোট প্রার্থনা করেন।