
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার পলাশবাড়ীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার মাঠে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী -সাদুল্লাপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম লেবু।
আরো বক্তব্য রাখেন,জামায়াত নেতা মাওঃ
আব্দুল মজিদ আকন্দ, মাওঃবেলাল উদ্দিন সরকার, আবু তালেব মাষ্টার ও গাইবান্ধা জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে ঢাকার পল্টনে আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত লগি-বৈঠার নৃশংস ঘটনায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়। এটি ছিল দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েও ইসলামী আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।