
চট্টগ্রাম, ১১ অক্টোবর ২০২৫ (শনিবার): পি এইচ আমীন একাডেমী ৮৪ ব্যাচের কার্যনির্বাহী পরিষদের বর্ষপূর্তি ও জমকালো ডিনার পার্টি গতকাল ইকো ফুড জোন রেস্টুরেন্টে (পি এইচ আমীন একাডেমী ২য় গেইট সংলগ্ন) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সফল সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রাম বিপণি বিতান (নিউমার্কেট) ওয়েলফেয়ার নির্বাহী পরিষদের প্রভাবশালী সদস্য, মানবতার মূর্ত প্রতীক জনাব Jane Alam Khokon।
সভায় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজহিতৈষী, সদালাপী ও হাসিমুখের প্রিয় বন্ধু Syed Shahnawaz Rony।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সকল সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ ও ৮৪ ব্যাচের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী। সবাই অতীতের স্মৃতিচারণ, সৌহার্দ্য বিনিময় ও আনন্দঘন পরিবেশে সময় কাটান।
এই আয়োজনটি ছিল বন্ধুত্ব, ঐক্য ও মানবিকতার এক চমৎকার মিলনমেলা।