1. live@dailyzhornews.com : দৈনিক ঝড় : দৈনিক ঝড়
  2. info@dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে অবসর সমিতির সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এডিসি শিক্ষা পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন সংগঠনের ১০ বর্ষপূর্তিতে প্রত্যন্ত চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে ।। মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় পঞ্চগড়ের পুলিশ সুপার পঞ্চগড়ে কাল থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়-১ পড়াশোনার পাশাপাশি সুন্দর মন-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই…. জেলা প্রশাসক  সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা শাকিলা ফারজানাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ পঞ্চগড়ে এক অসহায় পরিবারের পাশে ‘গরিবের বন্ধু’ অ্যাডভোকেট আহসান হাবিব ঠাকুরগাঁওয়ে শহরের কাছেই অবহেলিত জনপদ: বাঁশের সাঁকোই যখন দুই হাজার মানুষের একমাত্র ভরসা।

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে ।। মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় পঞ্চগড়ের পুলিশ সুপার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পঞ্চগড় জেলা পুলিশের ২০২৫ সালের ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা বৃহস্পতিবার জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
পুলিশ সুপার সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ডিসেম্বর/২০২৫ মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন ।পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে ডিসেম্বর/২০২৫ মাসে শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসেবে পঞ্চগড় সদর থানার মোঃ আশরাফুল ইসলাম,শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী হিসেবে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ আবু হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সদর থানার এএসআই (নিরস্ত্র) তপন কুমার রায় , শ্রেষ্ঠ, এএসআই (নিরস্ত্র)/ হিসেবে দেবীগঞ্জ থানার এরশাদুল হক নির্বাচিত হন।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার গত ডিসেম্বর/২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ, পুলিশ লাইন্সের আরআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে এর আগে পঞ্চগড় জেলা পুলিশের আয়োজনে পঞ্চগড় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। এসময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় জেলা পুলিশের মটরযান শাখা পরিদর্শন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন ,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা, পুলিশ লাইন্সের আরআই, মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য ও ছবি পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রকাশিত যেকোনো লেখার বিষয়বস্তু সম্পর্কিত দায়ভার কেবলমাত্র, সম্পাদক এর।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট