
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও :জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন জাতীয় নির্বাচনের কারণে প্রত্যেকটি থানায় ওসি, ইউএনও, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার নতুন এসেছেন ও অধিকাংশ জায়গায় পরিবর্তন হয়েছেন। নতুনদের প্রতি আস্থা রেখে সরকার এই দায়িত্ব দিয়েছেন। নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের বলেন ওসি এসপি এবং ডিআইজি অথবা আরও বড় যে কোন দায়িত্বেই থাকুক না কেন। নির্বাচনে কেউ যদি কোন দলীয় নেতাকর্মী হিসেবে কাজ করে প্রশাসনের পদে বসে থেকে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন কে সরাসরি লিখিত অভিযোগ দেয়া হবে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা নাগরিক পার্টির আহবায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন জাতীয় পার্টির যারা শেখ হাসিনাকে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে তাদের জন্য কাজ করেছে। তাদের সুবিধা ভোগ করেছে তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল মন্ত্রী ছিল তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের দোসর এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত। সেই সাথে তিনি আরো বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান অভ্যর্থনের এক বছর তিন মাস পেরিয়ে গিয়েছে। দেশে ফিরেন নি। রাজনৈতিক দলের এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে এতোটুকুই বোঝা যায় যে এই বাংলাদেশে তারেক রহমান আসলে তার জন্য কোন সমস্যা হওয়ার কোন সুযোগ নেই।
এসময় উপস্থিত ছিলেন এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম,
নাগরিক পার্টির জেলা আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব খলিলুর রহমান,
রবিউল আওয়াল মুন্নাসহ অন্যান্যরা।