
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর।।৩ ডিসেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলা বিশেষ শাখায় কর্মরত জনাব আবু শহীদ মোঃ কামরুল আহসান, বিপিএম, ডিআইও-১, ডিএসবি, দিনাজপুর এর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তাবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণের বিভিন্ন দিক তুলে ধরে তাকে আন্তরিকভাবে স্মরণ করেন। একসাথে দায়িত্ব পালনকালে সৃষ্ট পেশাগত সৌহার্দ্য, অভিজ্ঞতা ও সাফল্যের স্মৃতিচারণ করে। এ সময় জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর মহোদয় দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করেন।