
আমির হোসেনঃ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত সপ্তম বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জুলাই গনঅভ্যুত্থানের পরবর্তী সাংবাদিকতা কনফারেন্সের আয়োজন কর হয়। মোসবার (২৭খক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক ও সাবেক জালানি উপদেষ্টা ড. মাহমুদুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউশন এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধক্ষ্য আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, বরিশাল রিপোর্টস ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ( অতিরিক্ত) মো মুহসিন উদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম প্রমুখ।