
নিজস্ব প্রতিবেদকঃনোয়াখালীর বেগমগঞ্জে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ঘাটলা পাটোয়ারী বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ইলিয়াস গং জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সালমানদের বসতবাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরবাড়ি লুট করে নেয়।
হামলায় সালমানের মা রৌশন আক্তারসহ তিনজন আহত হন।
পরবর্তীতে রৌশন আক্তার ন্যায়বিচারের আশায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করতে গেলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নিতে অস্বীকার করেন বলে অভিযোগ ওঠে।
তবে, ওসি লিটন দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করলেও মামলা গ্রহণ না করার বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
স্থানীয়রা জানান, অভিযুক্ত ইলিয়াস একসময় আওয়ামী রাজনীতির কর্মী ছিলেন। সম্প্রতি তিনি দল পরিবর্তন করেছেন বলে কথিত রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ রয়েছে।
আহত রৌশন আক্তার দৈনিক ঝড়কে বলেনঃ-
আমাদের ঘরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। থানায় গেছি, কিন্তু মামলা নেয়নি। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তারা বলেন,
“যেখানে ওসি নিজেই ঘটনার সত্যতা স্বীকার করেন, সেখানে মামলা নিতে অস্বীকার করাটা প্রশ্নবিদ্ধ।”
তারা দ্রুত তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে রাজনৈতিক ছত্রছায়ায় দাপট, আর ভুক্তভোগীদের কণ্ঠে শুধু একটাই প্রশ্ন – ‘বিচার কি শুধুই ক্ষমতাবানদের জন্য?