
নরসিংদী থেকে বাবুল মিয়া।। বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কার্যক্রম চালানোর অভিযোগে ভারতীয় নাগরিক জগদীশ সিং (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, তিনি ও তার সহযোগীরা রাজধানীর গুলশান, বারিধারা, নিকুঞ্জ ও উত্তরা এলাকায় বায়িং হাউসের আড়ালে প্রতারণামূলক ব্যবসা পরিচালনা করছিলেন। এ চক্রের কর্মকাণ্ডে আশুলিয়ার লা-মীম অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়, ফলে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মহীন হন।
জানা গেছে, জগদীশ সিং দীর্ঘদিন ধরে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় বাংলাদেশে অবস্থান করছিলেন। ভিসার মেয়াদ শেষ হলেও তিনি দেশ ত্যাগ করেননি বা নবায়নও করেননি।
রবিবার (১২ অক্টোবর) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির একাধিক মামলা রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, জগদীশ সিং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একজন আইনজীবী বলেন, “বাংলাদেশে বহু অবৈধ ভারতীয় নাগরিক ব্যবসার নামে প্রতারণা চালাচ্ছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”
আইন অনুযায়ী, বিদেশি নাগরিকের ভিসা মেয়াদোত্তীর্ণ অবস্থায় দেশে অবস্থান করা এবং ব্যবসা পরিচালনা করা বিদেশি নাগরিক আইন ও দণ্ডবিধি অনুযায়ী গুরুতর অপরাধ।