
চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি।।দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল। নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে মশিউর রহমান চৌধুরী সভাপতি, আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক এবং খানসামা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান চৌধুরীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দলের এই নতুন কমিটি ঘোষণার পর জেলায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটিতে তরুণ, দক্ষ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় ঘটানো হয়েছে। এতে জেলার রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা।
কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় সভাপতি মশিউর রহমান চৌধুরী বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল সব সময় গণমানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করে আসছে। আমরা ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করব। জেলা কমিটির প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কাজ করব।”
একইভাবে নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী বলেন— “দলের নেতৃত্ব আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব। দলের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সবসময় সক্রিয় থাকব।”
খানসামা উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকার বিপ্লবী দলের নেতাকর্মীরা দুই নেতাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, মশিউর রহমান চৌধুরীর নেতৃত্বে এবং মেহেদী হাসান চৌধুরীর কর্মপ্রচেষ্টায় জেলা বিপ্লবী দল নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং জনগণের আস্থা অর্জনে সফল হবে।