
ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবাষর্কী সফল করার লক্ষে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজু আহম্মেদ এর সঞ্চালনায় ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষকী সফল করার লক্ষে মত বিনিময় সভায় পরামর্শ মূলক বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা যুবদলের সহ সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিক্সন,মামুন সরকার,ফুয়াদ কবির ফুয়াদ,এস এম সেলিম,হানিফ সুজন,মাহাফুজ,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাজু সরকার,নয়ন,রায়হান,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সোহেল,সিঃ যুগ্ম আহবায়ক রাজিব,বরিশাল ইউনিয়ন যুবদল সভাপতি মিন্টু,সাংগঠনিক সবুজ,যুব নেতা ফিরোজ প্রমুখ।
মত বিনিময় সভায় বক্তারা, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি নতুন আশা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসার কথা ভেবে এই সংগঠনটি তৈরি করেন। এই সংগঠনের প্রতিষ্ঠা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করার অঙ্গীকারের মাধ্যমে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।