
শ্যামলী আকতারঃঠাকুরগাঁও বেতারে প্রতিনিয়ত স্থানীয় শিল্পী, কবি, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে টকশো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমৃদ্ধ করে তুলছেন। বর্তমানে প্রায় ৪৫০ জন শিল্পী ও অতিথি নিয়মিতভাবে এই আঞ্চলিক বেতারে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।তবে চলতি অর্থবছরে বাজেট সংকটে পড়ে ঠাকুরগাঁও বেতারের কার্যক্রম চরম সংকটে পড়েছে। জানা গেছে, এ বছর বাজেটের চাহিদা ছিলো ১ কোটি ৫০ লাখ টাকা। কিন্তু বরাদ্দ এসেছে মাত্র ১ কোটি ১০ লাখ টাকা। এ টাকায় ৪১ জন ক্যাজুয়াল কর্মীর মাসিক সম্মানী, ঘোষক ও শিল্পীদের বুকিং বাবদ সম্মানি প্রদান করা সম্ভব হচ্ছে না।বেতারের আঞ্চলিক পরিচালক সাদা মনের একজন সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি সকল শিল্পীকে সম্মান দিয়ে কাজ করার পরিবেশ সৃষ্টি করেছেন। কিন্তু পর্যাপ্ত বরাদ্দ না থাকায় অনুষ্ঠান শাখার শিল্পী ও টকশোগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে।শিল্পীদের দাবি, যদি বেতারের ডিজি মহোদয় ঠাকুরগাঁও বেতারকে অতিরিক্ত অন্তত ৩০ থেকে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেন, তাহলে চলতি অর্থবছরে সব অনুষ্ঠান যথাযথভাবে আয়োজন করা সম্ভব হবে। অন্যথায়, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নিজস্ব অনুষ্ঠান আয়োজন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।সকল শিল্পীই ডিজি মহোদয়ের কাছে সহযোগিতা কামনা করেছেন এবং বাজেট বরাদ্দ বাড়িয়ে শিল্পীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।