বাগমারা প্রতিনিধি রাজশাহী -৪(বাগমারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে প্রায় ঘন্টা ব্যাপি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার বেলা সাড়ে ১১ টায় জামায়াতের প্রার্থী ডাঃ আব্দুল বারী দলীয় নেতৃবৃন্দ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এর কার্যালয়ে প্রবেশ করেন।মতবিনিময় কালে ডাক্তার আব্দুল বারী বাগমারার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বান করেন।ডাঃ আব্দুল বারীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম , ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক,সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা (পূর্ব) ছাত্রশিবিরের সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান, সেক্রেটারি নাদিম মোস্তফা, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ সহ জামায়াত- শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।